প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২০

( ২০২০ সনের ৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর অধিকতর সংশোধন

Ordinance No. XXXVI of 1984 এর section 30 এর সংশোধন

২১ উক্ত Ordinance এর section 30 এর clause—

 

()  (h) এর ছকের Serial Nos. এর (i) (ii) এর বিপরীত কলামে উল্লিখিত “net profit” শব্দগুলির পরিবর্তে “net profit from business or profession, excluding any profit or income of subsidiary or associate or joint venture,” শব্দগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;

 

 

()  (k) তে উল্লিখিত one point two five percent(1.25%)” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্ন ও বন্ধনীগুলির পরিবর্তে zero point five zero percent (0.50%)” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্ন ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

 

 

        ()  (0) এর পর নিম্নরূপ নূতন clause (p) সংযোজিত হইবে, যথা:

 

“(p) any promotional expense exceeding zero point five zero percent (0.50%) of the disclosed business turnover.

 

Explanation: For the purpose of this clause, promotional expense means any expense incurred by way of giving any benefit in kind or cash or in any other form to any person for the promotion of business or profession.”


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs