প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২০

( ২০২০ সনের ৯ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধিকতর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

৫৪।  মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা এর

(দফা (১৭) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১৭) প্রতিস্থাপিত হইবে, যথা:—

 

“(১৭) আমদানিকৃত সেবাঅর্থ বাংলাদেশের বাহির হইতে সরবরাহকৃত সেবা;”;

 

() দফা (১৮) এর পর নিম্নরূপ নূতন দফা (১৮ক) সন্নিবেশিত হইবে, যথা:—

 

(১৮ক) “উপকরণ” অর্থ সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরী রি-এজেন্ট, ল্যাবরেটরী ইকুইপমেন্ট, ল্যাবরেটরী এক্সেসরিজ, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; তবে নিম্নবর্ণিত পণ্য বা সেবাসমূহ উপকরণ হিসাবে বিবেচিত হইবে না, যথাঃ-

 

(ক) শ্রম, ভূমি, ইমারত, অফিস ইকুইপমেন্ট ও ফিক্সচার, দালানকোঠা বা অবকাঠামো বা স্থাপণা নির্মাণ, সুষমীকরণ, আধুনিকীকরণ, প্রতিস্থাপন, সম্প্রসারণ, সংস্কারকরণ ও মেরামতকরণ;

 

(খ) সকল প্রকার আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারী দ্রব্যাদি, রেফ্রিজারেটর ও ফ্রিজার, এয়ারকন্ডিশনার, ফ্যান, আলোক সরঞ্জাম, জেনারেটর ক্রয় বা মেরামতকরণ;

 

(গ) ইন্টেরিয়র ডিজাইন, স্থাপত্য পরিকল্পনা ও নকশা;

 

(ঘ) যানবাহন ভাড়া ও লিজ গ্রহণ;

 

(ঙ) ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারীর কল্যাণ, উন্নয়নমূলক কাজ ও উহার সহিত সংশ্লিষ্ট পণ্য বা সেবা; এবং

 

(চ) ব্যবসা প্রতিষ্ঠানের প্রাঙ্গন, অফিস, শো-রুম বা অনুরূপ ক্ষেত্র, যে নামেই অভিহিত হউক না কেন, ভাড়া (Rent) গ্রহণ:

 

                   তবে শর্ত থাকে যে, এই আইনের তৃতীয় তফসিলের অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত “ব্যবসায়ী” কর্তৃক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা প্রকারান্তে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্যকোনভাবে সংগৃহীত পণ্য “উপকরণ” হিসাবে গণ্য হইবে;

 

 ()    দফা (১৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১৯) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(১৯উপকরণ কর” (Input Tax) অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) এবং স্থানীয় উৎস হইতে উপকরণ হিসাবে ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;”;

()      দফা (২৮) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৮) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(২৮কর নির্ধারণঅর্থ  একাদশ অধ্যায় এর অধীন যথোপযুক্ত কর্মকর্তা কর্তৃক কর নির্ধারণ (determination) ;”

()     দফা (৩৮) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৩৮) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(৩৮কোম্পানিঅর্থ বাংলাদেশ বা অন্য কোন দেশের বিদ্যমান কোন আইনের অধীন কোম্পানি হিসাবে নিগমিত কোন প্রতিষ্ঠান;”;

()     দফা (৪০) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৪০) প্রতিস্থাপিত হইবে, যথা:—

          “(৪০)  “চালানপত্রঅর্থ পণ পরিশোধের দায় সংক্রান্ত কোন দলিল;”;

()      দফা (৫৭) এর প্রান্তঃস্থিত সেমিকোলন চিহ্নের পরিবর্তে কোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:—

তবে শর্ত থাকে যে, ধারা এর উপ-ধারা () এর দফা () এর অধীন কোন ব্যক্তিকে নিবন্ধিত করিবার ক্ষেত্রে এই নিবন্ধনসীমা প্রযোজ্য হইবে না;”;

 

()     দফা (৬২) এর উপ-দফা () তে উল্লিখিতপণ্য বা সেবার উপকরণশব্দগুলির পরিবর্তেপণ্য বা সেবা”  শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

()     দফা (৭৪) এর উপ-দফা () এবং () এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (), () এবং () প্রতিস্থাপিত হইবে, যথা:¾

“() কোন আন্তঃ দেশীয় আন্তর্জাতিক সংগঠন;

(সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বা অনুরূপ কোন উদ্যোগ; বা

(অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান;”

 

(১০)    দফা (৮২) তে উল্লিখিতপণ্যশব্দটি বিলুপ্ত হইবে;

(১১)    দফা (৯২) এর ১ম পঙক্তিতে অবস্থিতসমম্বিত কর চালানপত্র এবংশব্দগুলি বিলুপ্ত হইবে;”

(১২)    দফা (১০৩) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১০৩) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(১০৩) “হ্রাসকারী সমন্বয়অর্থ নিম্নবর্ণিত কোন হ্রাসকারী সমন্বয়, যথা:—

()   আগাম কর হিসাবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয়;

()   সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উৎসে কর্তিত করের হ্রাসকারী সমন্বয়;

()   বাৎসরিক পুনঃহিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়;

()   ক্রেডিট নোট ইস্যুর কারণে হ্রাসকারী সমন্বয়;

()   রপ্তানির ক্ষেত্রে পরিশোধিত উপকরণ করের হ্রাসকারী সমন্বয়;

()   মূসক হার হ্রাস পাইবার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;

()   পূর্ববর্তী কর মেয়াদ হইতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়;

(পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়; বা

()   নির্ধারিত অন্য কোন হ্রাসকারী সমন্বয়।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs