প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধিকতর সংশোধন
৬১। উক্ত আইনের ধারা ৪৬ এর—
(ক) উপ-ধারা (১) এর—
(অ) দফা (গ) তে উল্লিখিত “দুইটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “চারটি কর মেয়াদের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(আ) দফা (ঙ) তে উল্লিখিত “ক্রয় হিসাব পুস্তকে” শব্দের পর “বা ক্রয়-বিক্রয় হিসাব পুস্তকে” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(ই) দফা (ড)এর প্রান্তঃস্থিত দাঁড়ি চিহ্নের পরিবর্তে সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা সংযোজিত হইবে, যথা:—
(ঢ) মোট উপকরণ মূল্য ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশের অধিক পরিবর্তনের ক্ষেত্রে নূতন উপকরণ-উৎপাদ সহগ প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর।”;
(খ) উপ-ধারা (২) এর-দফা (ঘ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঘ) প্রতিস্থাপিত হইবে,যথা:—
“(ঘ) উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা সংক্রান্ত ব্যয়ের ৮০ (আশি) শতাংশের অধিক হয়।”;
(গ) উপ-ধারা (৩) এর—
(অ) দফা (ঘ) তে উল্লিখিত “(৫)” বন্ধনী ও সংখ্যার পরিবর্তে “(২)” বন্ধনী ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(আ) দফা (ঘ) এর প্রান্তঃস্থিত দাঁড়ি চিহ্নের পরিবর্তে সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঙ) সংযোজিত হইবে, যথা:—
“(ঙ) গ্যাস, পানি, বিদ্যুৎ ও টেলিফোন সেবার উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল, যাহা চালানপত্র হিসাবে গণ্য হইবে।”।