প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২০

( ২০২০ সনের ৯ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধিকতর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন

৬২।  উক্ত আইনের ধারা ৪৮ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪৮ প্রতিস্থাপিত হইবে, যথা:—

৪৮।সমন্বয়।() নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথা:

() উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী সমন্বয়;

() বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়;

() ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার  ফলে বৃদ্ধিকারী সমন্বয়;

() ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত (private use) পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়;

() নিবন্ধিত ইবার পর বৃদ্ধিকারী সমন্বয়;

() নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়;

() মূসক হার পরিবর্তিত হইবার কারণে বৃদ্ধিকারী সমন্বয়;

() সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফিইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়; বা

(নির্ধারিত অন্য কোন বৃদ্ধিকারী সমন্বয়।

() নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথা:

(আগাম কর হিসাবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয়;

(সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উৎসে কর্তিত করের হ্রাসকারী সমন্বয়;

(বাৎসরিক পুনঃহিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়;

(ক্রেডিট নোট ইস্যুর কারণে হ্রাসকারী সমন্বয়;

(রপ্তানির ক্ষেত্রে পরিশোধিত উপকরণ করের হ্রাসকারী সমন্বয়;

(মূসক হার হ্রাস পাইবার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;

(পূর্ববর্তী কর মেয়াদ হইতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানিবার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়;

(পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়; বা

(নির্ধারিত অন্য কোন হ্রাসকারী সমন্বয়


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs