প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২০

( ২০২০ সনের ৯ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধিকতর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের প্রথম তফসিলের সংশোধন

৭৯।  উক্ত আইনের প্রথম তফসিল এর

 

(ক)     প্রথম খন্ডের টেবিলের প্রথম কলামে উল্লিখিত

 

(অ)     শিরোনামা সংখ্যা ০২.০৭ এর বিপরীতে দ্বিতীয় কলামে উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড০২০৭.১৩.৯০০২০৭.১৪.৯০বিলুপ্ত হইবে;

 

()    শিরোনামা সংখ্যা০৪.০৯এবং তৎবিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামে উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;

 

()      শিরোনামা সংখ্যা২৫.০৫এবং তৎবিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামে উল্লিখিত এন্ট্রিসমূহের পর, যথাক্রমে, নিম্নরূপ নূতন শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:

“২৫.০৮  ২৫০৮.৪০.০০   মাটি”;

()      দ্বিতীয় খন্ডের

 

(অ)     অনুচ্ছেদ ৩ (সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা) এর দফা () এর পরিবর্তে নিম্নরূপ দফা () প্রতিস্থাপিত হইবে, যথা:

 

“(খ)  পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন, সরকারি গেজেট ছাপা, প্রকাশনা ও বিক্রয় (ছাপাখানা ও বাধাই সংস্থা ব্যতীত);”;

 

()    অনুচ্ছেদ ৪ (অর্থ ও আর্থিক বিষয় সংশ্লিষ্ট সেবা) এর দফা () এর পর নিম্নরূপ নূতন দফা () সংযোজিত হইবে, যথা:

 

“(ঘ)  শেয়ার ক্রয়-বিক্রয় নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম”;

 

()      অনুচ্ছেদ ৫ (পরিবহন সেবা) এর দফা () এর পর নিম্নরূপ নূতন দফা () সংযোজিত হইবে, যথা:

 

“(ঙ)  এয়ার অ্যাম্বুলেন্স সেবা সংক্রান্ত কার্যক্রম


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs