প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নির্দিষ্টকরণ আইন, ২০২০

( ২০২০ সনের ১০ নং আইন )

২০২১ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন

যেহেতু ২০২১ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০২০ নামে অভিহিত হইবে।

 

(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs