প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কোম্পানী (সংশোধন) আইন, ২০২০

( ২০২০ সনের ৭ নং আইন )

১৯৯৪ সনের ১৮ নং আইনের ধারা ২ এর সংশোধন

২।  কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (ঠ) এর প্রথম শর্তাংশের “কোন দলিলে কোম্পানীর সাধারণ সীলমোহর অংকিত করা,” শব্দগুলি ও কমা বিলুপ্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs