প্রিন্ট ভিউ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০

( ২০২০ সনের ১৩ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

কর্মচারী নিয়োগ, ইত্যাদি

কর্তৃপক্ষের সচিব

৩৭। কর্তৃপক্ষের একজন সচিব থাকিবেন, যিনি সরকারের উপসচিব অথবা তদূর্ধ্ব পদমর্যাদাধারীদের মধ্য হইতে প্রেষণে নিযুক্ত হইবেন।

কর্মচারী নিয়োগ

৩৮। (১) কর্তৃপক্ষ উহার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে।

 

(২) কর্মচারীদের নিয়োগ এবং চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

জনসেবক

৩৯। চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য, সচিব এবং কর্মচারীগণ Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 21 এ সংজ্ঞায়িত অর্থে জনসেবক (Public servant) বলিয়া গণ্য হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs