প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
[ ১৫ সেপ্টেম্বর, ২০২০ ]
সপ্তম অধ্যায়
অপরাধ, দণ্ড, বিচার, ইত্যাদি
৫৬। এই আইনের অন্য কোনো বিধানে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন) এর তপশিলভুক্ত করিয়া বিচার করা যাইবে।