বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০

( ২০২০ সনের ১৪ নং আইন )

বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিকীকরণ এবং আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ, আত্তীকরণ ও অভিযোজন করিবার ক্ষেত্রে প্রকৌশল প্রতিষ্ঠানসমূহের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল গঠন এবং এতদ্‌সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিকীকরণ এবং আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ, আত্তীকরণ ও অভিযোজন করিবার ক্ষেত্রে প্রকৌশল প্রতিষ্ঠানসমূহের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি প্রকৌশল গবেষণা কাউন্সিল গঠন এবং এতদ্‌সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কাউন্সিল প্রতিষ্ঠা

৪। কাউন্সিলের কার্যালয়

৫। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি

৬। পরিচালনা ও প্রশাসন

৭। গভর্নিং বডি

৮। প্রধান নির্বাহী

৯। গভর্নিং বডির সভা

১০। কাউন্সিলের পরিচালক (প্রশাসন)

১১। উপদেষ্টা পরিষদ

১২। উপদেষ্টা পরিষদের কার্যাবলি

১৩। উপদেষ্টা পরিষদের সভা

১৪। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ প্যানেল

১৫। পরামর্শক সেবা গ্রহণ

১৬। কমিটি গঠন

১৭। কাউন্সিলের কর্মচারী

১৮। ক্ষমতা অর্পণ

১৯। গবেষণা স্বত্ব

২০। কাউন্সিলের তহবিল

২১। ঋণ গ্রহণের ক্ষমতা

২২। বাজেট

২৩। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২৪। বার্ষিক প্রতিবেদন

২৫। নির্দেশনা প্রদানে সরকারের সাধারণ ক্ষমতা

২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৮। তপশিল সংশোধন

২৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

তপশিল