Fish and Fish Products (Inspection and Quality Control) Ordinance, 1983 রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৮২ সনের ২৪ মার্চ হইতে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক আদেশ দ্বারা জারিকৃত অধ্যাদেশসমূহের, অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তপশিলের ১৯ অনুচ্ছেদ বিলুপ্ত হইয়াছে এবং সিভিল আপিল নং ৪৮/২০১১ এ সুপ্রীমকোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৮৬ (১৯৮৬ সনের ১ নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পাইয়াছে; এবং
যেহেতু ২০১৩ সনের ৭ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হইয়াছে; এবং
যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল স্টেক-হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলায় নূতন আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং
যেহেতু সরকারের উপরি-বর্ণিত সিদ্ধান্তের আলোকে Fish and Fish Products (Inspection and Quality Control) Ordinance, 1983 (Ordinance No. XX of 1983) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজন;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৩। মৎস্য ও মৎস্যপণ্যের মান নির্ধারণ
৪। মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার স্থাপন
৫। কোয়ালিটি অ্যাস্যুরেন্স ম্যানেজার
৬। উপযুক্ত কর্তৃপক্ষের গঠন ও পরিচালনা
৭। উপযুক্ত কর্তৃপক্ষের অধিক্ষেত্র নির্ধারণ
৮। লাইসেন্স ব্যতীত মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি, ইত্যাদিতে বাধা-নিষেধ
১১। লাইসেন্স ইস্যু করিতে অস্বীকৃতি জ্ঞাপন
১২। লাইসেন্স হস্তান্তর, লাইসেন্সের মেয়াদ ও নবায়ন
১৩। লাইসেন্স বাতিল, স্থগিত, ইত্যাদি
১৪। পরিদর্শন ও প্রশাসনিক জরিমানা, ইত্যাদি
১৬। মৎস্য খামারে ঔষধ ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার
১৭। নিবন্ধন স্থগিত, বাতিল, পুনঃনিবন্ধন
১৮। কারখানা বা স্থাপনার মান নিয়ন্ত্রণ
১৯। কারখানা বা স্থাপনার স্বাস্থ্যকর পরিবেশ
২০। চিকিৎসকের সনদ ব্যতীত কর্মচারী বা শ্রমিক নিয়োগ নিষিদ্ধ
২৩। আমদানির ক্ষেত্রে অনাপত্তিপত্র
২৪। মৎস্য ও মৎস্যপণ্য আমদানির শর্তাবলি
২৫। আমদানিকৃত মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন
২৯। স্বাস্থ্যকরত্ব সনদ প্রদানের বিধি-নিষেধ
৩০। ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহারের দণ্ড
৩১। ভেজাল মিশ্রণ, অপদ্রব্য অনুপ্রবেশ এবং নিষিদ্ধ ঔষধ ও রাসায়নিক ক্ষতিকারক পদার্থ ব্যবহারের দণ্ড
৩২। স্বাস্থ্যকরত্ব সনদ ব্যতীত রপ্তানি বা মিথ্যা বা জাল স্বাস্থ্যকরত্ব সনদ ব্যবহারের দণ্ড
৩৩। পঁচা বা দূষিত মৎস্য ও মৎস্যপণ্য আমদানি, রপ্তানি, বিক্রয়, ইত্যাদি করিবার জরিমানা
৩৪। লাইসেন্স ব্যতীত কারখানা বা স্থাপনা প্রতিষ্ঠা ও পরিচালনার দণ্ড
৩৬। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন
৩৭। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার
৩৮। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা
৩৯। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ
৪০। বাজেয়াপ্তযোগ্য মৎস্য, মৎস্যপণ্য ও সাজসরঞ্জাম, ইত্যাদি
৪১। পঁচনশীল মৎস্য ও মৎস্যপণ্যের নিষ্পত্তি
৪৩। জাতীয় রেসিডিউ কন্ট্রোল প্লান (National Residue Control Plan)
৪৬। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা গ্রহণ
৫০। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ |