প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
লাইসেন্স সংক্রান্ত সাধারণ বিষয়াদি
১১। আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ লাইসেন্স ইস্যু করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবে, যদি-
(ক) ধারা ১০ অনুযায়ী আবেদনপত্র সঠিক না পাওয়া যায়;
(খ) আবেদনপত্রে উল্লিখিত ও সংযোজিত তথ্য মিথ্যা, বানোয়াট বা অপর্যাপ্ত হয়;
(গ) আবেদনকারী এই আইন বা অন্য কোনো আইনের অধীন লাইসেন্স প্রাপ্তির অযোগ্য হন; বা
(ঘ) নির্ধারিত অন্য কোনো শর্ত প্রতিপালন না করা হয়।