প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
অষ্টম অধ্যায়
অপরাধ, তদন্ত, গ্রেফতার, বিচার, দণ্ড, ইত্যাদি
৩৫। কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হইবার পর পুনরায় একটি অপরাধ সংঘটন করিলে তিনি উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডনীয় হইবেন।