প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
অষ্টম অধ্যায়
অপরাধ, তদন্ত, গ্রেফতার, বিচার, দণ্ড, ইত্যাদি
৪১। এই আইনের অধীন আটককৃত কোনো মৎস্য ও মৎস্যপণ্য দ্রুত পঁচনশীল হইয়া থাকিলে উহা সংরক্ষণ না করিয়া নির্ধারিত পদ্ধতিতে উহার ব্যবহার, হস্তান্তর, ধ্বংস বা অন্য কোনো প্রকারে বিলি বন্দোবস্ত করা যাইবে।