প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আকাশপথে পরিবহণ (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০

( ২০২০ সনের ২১ নং আইন )

মন্ট্রিল কনভেনশনের প্রয়োগ

  এই আইন এবং তপশিলে উল্লিখিত মন্ট্রিল কনভেনশন দ্বারা যাত্রী, মালামাল, কার্গো, পরিবহণকারী, কনসাইনর (consignor), কনসাইনি (consignee) ও অন্যান্য ব্যক্তির অধিকার ও দায় নির্ধারিত হইবে এবং মন্ট্রিল কনভেনশন বাংলাদেশে বিদ্যমান অন্যান্য আইনের ন্যায় মর্যাদাসম্পন্ন হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs