প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০

( ২০২০ সনের ২৩ নং আইন )

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী

৮।  বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবে, যথা :-

 

(ক)  উপাচার্য;

 

(খ)  উপউপাচার্য;

 

(গ)  ট্রেজারার;

 

(ঘ)  ডিন;

 

(ঙ)  ইন্সটিটিউটের পরিচালক;

 

(চ)   রেজিস্ট্রার;

 

(ছ)  বিভাগীয় চেয়ারম্যান;

 

(জ)  গ্রন্থাগারিক;

 

(ঝ)  প্রভোস্ট;

 

(ঞ) প্রক্টর;

 

(ট)   পরিচালক (ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল)

 

(ঠ)   পরিচালক (গবেষণা সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর)

 

(ড)  পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা);

 

(ঢ)   পরিচালক (অর্থ ও হিসাব);

 

(ণ)   পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);

 

(ত)  পরীক্ষা নিয়ন্ত্রক;

 

(থ)  বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী;

 

(দ)  বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক;

 

(ধ)   পরিচালক (শরীরচর্চা ও শিক্ষা); এবং

 

(ন)  সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs