প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০

( ২০২০ সনের ২৪ নং আইন )

১৯৯৪ সনের ১৮ নং আইনের ধারা ৪০০ এর সংশোধন

১০।  উক্ত আইনের ধারা ৪০০ এর-

(ক) ““লিমিটেড” বা “সীমিতদায়”” চিহ্নগুলি ও শব্দগুলির পরিবর্তে “পাবলিক সীমিতদায় কোম্পানী বা PLC., বা সীমিতদায় বা LTD., বা এক ব্যক্তি কোম্পানী বা One Person Company বা OPC” প্রতিস্থাপিত হইবে; এবং

(খ)  “অথচ সীমিতদায় সহকারে” শব্দগুলির পরিবর্তে “উক্তরূপ নাম বা শিরোনাম” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs