শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২১

( ২০২১ সনের ০৬ নং আইন )

দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের নিমিত্ত শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন

যেহেতু দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের নিমিত্ত শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। বিশ্ববিদ্যালয় স্থাপন

৫। এখতিয়ার

৬। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা

৭। সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত

৮। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান

৯। মঞ্জুরি কমিশনের পরিদর্শন

১০। কর্মচারী

১১। আচার্য

১২। উপাচার্য নিয়োগ

১৩। উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব

১৪। উপ-উপাচার্য

১৫। কোষাধ্যক্ষ

১৬। রেজিস্ট্রার

১৭। পরীক্ষা নিয়ন্ত্রক

১৮। অন্যান্য কর্মচারী নিয়োগ ও তাহাদের ক্ষমতা ও দায়িত্ব

১৯। কর্তৃপক্ষ

২০। সিন্ডিকেট

২১। সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব

২২। অ্যাকাডেমিক কাউন্সিল

২৩। অ্যাকাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব

২৪। অনুষদ

২৫। বিভাগ

২৬। পাঠক্রম কমিটি

২৭। বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ

২৮। অর্থ কমিটি

২৯। পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

৩০। নির্বাচনী বোর্ড

৩১। নৈতিকতা কমিটি

৩২। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি

৩৩। শৃঙ্খলা বোর্ড

৩৪। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তৃপক্ষ

৩৫। শিক্ষক নিয়োগ

৩৬। চাকরির শর্তাবলি

৩৭। শিক্ষকগণের দায়িত্ব

৩৮। শিক্ষার্থী নিবাস

৩৯। পাঠক্রম

৪০। বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি

৪১। পরীক্ষা

৪২। পরীক্ষা পদ্ধতি

৪৩। বিশ্ববিদ্যালয়ের তহবিল

৪৪। বাৎসরিক প্রতিবেদন

৪৫। হিসাব ও নিরীক্ষা

৪৬। কর্তৃপক্ষের গঠন সম্পর্কে বিরোধ

৪৭। কমিটি গঠন

৪৮। সদস্য পদে শূন্যতা ইত্যাদির কারণে কার্যধারা অবৈধ না হওয়া

৪৯। আপিলের অধিকার

৫০। অবসর ভাতা ও ভবিষ্য তহবিল

৫১। অধিভুক্ত হওয়া সংক্রান্ত বিশেষ বিধান

৫২। সংবিধি

৫৩। বিধি প্রণয়নের ক্ষমতা

৫৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৫৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ