আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১

( ২০২১ সনের ০৮ নং আইন )

৩৩। নিবন্ধন ব্যতীত লবণ আমদানি, গুদামজাত, ভোক্তা পর্যায়ে পাইকারী সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন বা আয়োডিনযুক্তকরণ কারখানা পরিচালনার দণ্ড

৩৪। গুণগতমান নিশ্চিত না করিয়া লবণ পরিশোধন করিবার দণ্ড

৩৫। ভোজ্য লবণে আয়োডিনযুক্ত না করিবার দণ্ড

৩৬। প্যাকেট বা লেবেলবিহীন ভোজ্য লবণ পরিবহণ, বিক্রয়, বিতরণ, প্রদর্শন, ইত্যাদির দণ্ড

৩৭। লবণের প্যাকেটে নির্ধারিত তথ্য, ইত্যাদি উল্লেখ না করিবার দণ্ড

৩৮। লবণের আয়োডিনযুক্ত না করিবার ফলে অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্ন হওয়ার দণ্ড

৩৯। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে লবণ বিক্রয় বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাসাধারণকে প্রতারিত করিবার দণ্ড

৪০। লবণ রেজিস্টার সংরক্ষণ না করিবার দণ্ড

৪১। অপরাধপুনঃ সংঘটনের দণ্ড

৪২। দন্ডের ব্যবস্থা করা হয় নাই এইরূপ অপরাধের দণ্ড

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs