শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১

( ২০২১ সনের ১০ নং আইন )

শিশুদের দিবাকালীন পরিচর্যা ও নিরাপত্তার জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি পর্যায়ে শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা, পরিচালনা ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিকে দিনের বেশিরভাগ সময় নিজ বাসগৃহের বাহিরে অবস্থান করিতে হয় এবং তাহার শিশুর জন্য মানসম্পন্ন উপযুক্ত স্থানে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিচর্যার লক্ষ্যে শিশুর দিবাকালীন অবস্থানের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র প্রয়োজন; এবং

যেহেতু উক্ত শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা, নিবন্ধন প্রদান, উহার সুশৃঙ্খল ব্যবস্থাপনা, প্রদেয় সেবার গুণগতমান নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি সম্পর্কে একটি আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অন্যান্য আইনের প্রযোজ্যতা

৪। শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন

৫। নিবন্ধন কর্তৃপক্ষ

৬। নিবন্ধন সনদ প্রদান

৭। নিবন্ধন প্রাপ্তির শর্ত

৮। নিবন্ধন নবায়ন

৯। নিবন্ধন স্থগিত, বাতিল, ইত্যাদি

১০। শিশু সেবা মূল্য

১১। নিবন্ধনবহি, হিসাব-নিরীক্ষা ও প্রতিবেদন

১২। দিবাযত্ন কেন্দ্র পরিচালনা

১৩। পরিদর্শক

১৪। পরিদর্শকের ক্ষমতা

১৫। কমিটি গঠন

১৬। অভিভাবকগণের সহিত মতবিনিময়

১৭। প্রশাসনিক জরিমানা

১৮। পুনর্বিবেচনা

১৯। আপিল

২০। নিবন্ধন সনদ ব্যতীত কেন্দ্র পরিচালনার দণ্ড

২১। নির্দেশনা অমান্য বা প্রতিবন্ধকতা সৃষ্টির দণ্ড

২২। সংক্রামক রোগের বিস্তার এবং তথ্যগোপনের অপরাধ ও দণ্ড

২৩। শিশুর নিরাপত্তা বিপন্নকারী কার্য করিবার দণ্ড

২৪। কর্তব্যে অবহেলার দণ্ড

২৫। শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের দণ্ড

২৬। কেন্দ্র হইতে শিশু নিখোঁজ বা হারাইয়া যাওয়ার দণ্ড

২৭। ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তার সাক্ষ্য মূল্য

২৮। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

২৯। মামলা, তদন্ত ও জামিন

৩০। মোবাইল কোর্টের এখতিয়ার

৩১। প্রতিবেদন

৩২। বকেয়া আদায়

৩৩। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ