প্রিন্ট ভিউ
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
১। (১) এই আইন অর্থ আইন, ২০২১ নামে অভিহিত হইবে।
(২) Provisional Collection of Taxes Act, 1931 (Act No. XVI of 1931) এর অধীন এই আইনের ষষ্ঠ অধ্যায়ে উল্লিখিত জনস্বার্থে জারীকৃত ঘোষণা সাপেক্ষে, এই আইন ২০২১ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।