প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
৩৭। উক্ত আইনের ধারা ৯ এর-
(ক) সকল স্থানে উল্লিখিত “কমিশনারের” শব্দের পরিবর্তে “সংশ্লিষ্ট কর্মকর্তার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) সকল স্থানে “কমিশনার” শব্দের পরিবর্তে “সংশ্লিষ্ট কর্মকর্তা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (৬) এ উল্লিখিত “সমন্বিত কর চালানপত্র এবং” শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং
(ঘ) উপ-ধারা (৭) এর-
(অ)দফা (খ) এ উল্লিখিত “কমিশনারের নিকট সুপারিশ করিবেন; এবং” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।” শব্দগুলি ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং
(আ) দফা (গ) বিলুপ্ত হইবে।