প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) আইন, ২০২১

( ২০২১ সনের ১৫ নং আইন )

বোর্ডের কার্যাবলি

৬।  বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-

(ক) গান্ধী আশ্রম পরিচালনা ও উহার উন্নয়ন;

(খ) কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান স্থাপন;

গ) বিধবা, এতিম ও দুস্থদের জন্য বাসস্থান নির্মাণ;

ঘ) সুতা-কাটা, বুনন, মৌমাছি পালন, মৎস্য চাষ বা সমজাতীয় অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের লাভজনক পেশা গ্রহণে সহায়তা;

ঙ) কুটির শিল্প প্রতিষ্ঠা;

চ) অম্বর চরকা (ambar charkha) সরবরাহ; এবং

(ছ) জনসাধারণকে শান্তি ও সম্প্রীতিতে জীবনযাপনসহ স্বাবলম্বীকরণ সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পাদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs