বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১

( ২০২১ সনের ২৬ নং আইন )

বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড এর কার্যক্রম পরিচালনা, পর্যটকদের স্বার্থ সংরক্ষণ এবং এতৎসংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড এর কার্যক্রম পরিচালনা, পর্যটকদের স্বার্থ সংরক্ষণ এবং এতৎসংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। নিবন্ধন কর্তৃপক্ষ

৪। নিবন্ধন সনদ ব্যতীত ট্যুর অপারেটর ও ট্যুর গাইড পরিচালনার উপর নিষেধাজ্ঞা

৫। নিবন্ধন সনদের জন্য আবেদন

৬। নিবন্ধন সনদ প্রাপ্তির যোগ্যতা

৭। নিবন্ধন সনদ প্রদান

৮। নিবন্ধন সনদের মেয়াদ ও নবায়ন

৯। নিবন্ধন সনদ হস্তান্তর, ঠিকানা পরিবর্তন

১০। নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল

১১। পর্যটককে প্রতিশ্রুত সেবার নিশ্চয়তা বিধান

১২। আপিল

১৩। অপরাধ ও দণ্ড

১৪। কোম্পানি ও প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ সংঘটন

১৫। অপরাধ বিচারার্থে গ্রহণ

১৬। মোবাইল কোর্টের এখতিয়ার

১৭। বিধি প্রণয়নের ক্ষমতা

১৮। অসুবিধা দূরীকরণ

১৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ