ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১

( ২০২১ সনের ২৭ নং আইন )

Bankers’ Books Evidence Act, 1891 রহিতক্রমে উহা পরিমার্জনপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু Bankers’ Books Evidence Act, 1891(Act No. XVIII of 1891) রহিতক্রমে উহা পরিমার্জনপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। ব্যাংকার বহির প্রত্যয়িত অনুলিপি

৪। ব্যাংকার বহির প্রত্যয়িত অনুলিপির সাক্ষ্যমূল্য

৫। যেক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তা ব্যাংকার বহি উপস্থাপনে বা সাক্ষী হইতে বাধ্য নহেন

৬। আদালতের আদেশবলে ব্যাংকার বহি পরিদর্শন

৭। গ্রাহকতথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্র ও শর্তাবলি

৮। দণ্ড

৯। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপসযোগ্যতা

১০। অপরাধের বিচার, ইত্যাদি

১১। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

১২। খরচাদি

১৩। তপশিল সংশোধনের ক্ষমতা

১৪। রহিতকরণ ও হেফাজত

১৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

Schedule