প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর¾
(ক) দফা (৪৪) এর পর নিম্নরূপ দফা (৪৪ক) সন্নিবেশিত হইবে, যথা :¾
‘‘(৪৪ক) ‘‘পৌর নির্বাহী কর্মকর্তা’’ অর্থ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বা সাময়িকভাবে পৌর নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনরত কোন ব্যক্তি;’’; এবং
(খ) দফা (৫৮) বিলুপ্ত হইবে।