প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২

( ২০২২ সনের ০৪ নং আইন )

২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ৮ এর সংশোধন

৪।  উক্ত আইনের ধারা ৮ এর উপ-ধারা (১) এর প্রান্তস্থিত ‘‘:’’ কোলন চিহ্নের পরিবর্তে ‘‘।’’ দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং শর্তাংশটি বিলুপ্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs