প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। উক্ত আইনের ধারা ৩২ এর উপ-ধারা (১) এর দফা (জ) এর প্রান্তস্থিত ‘‘।’’ দাঁড়ি চিহ্নের পরিবর্তে ‘‘;’’ সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঝ) সন্নিবেশিত হইবে, যথা :¾
‘‘(ঝ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশ পালন করিতে ব্যর্থ হন।’’।