প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২

( ২০২২ সনের ০৪ নং আইন )

২০০৯ সনের ৫৮ নং আইনের পঞ্চম তপশিলের সংশোধন

১৯।  উক্ত আইনের পঞ্চম তপশিলের¾

(ক)   ক্রমিক নম্বর (৩) এ উল্লিখিত ‘‘সচিব’’ শব্দটির পরিবর্তে ‘‘পৌর নির্বাহী কর্মকর্তা’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ)    ক্রমিক নম্বর (৪) এ উল্লিখিত ‘‘সচিব’’ শব্দটির পরিবর্তে ‘‘পৌর নির্বাহী কর্মকর্তা’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(গ)    ক্রমিক নম্বর (৫) এ উল্লিখিত ‘‘সচিব’’ শব্দটির পরিবর্তে ‘‘পৌর নির্বাহী কর্মকর্তা’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

                     (ঘ)     ক্রমিক নম্বর (৬) এ উল্লিখিত ‘‘সচিব’’ শব্দটির পরিবর্তে ‘‘পৌর নির্বাহী কর্মকর্তা’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs