এই আইন বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৩ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।
Patents And Designs Act, 1911 এর পেটেন্ট সংক্রান্ত বিধানসমূহ রহিতক্রমে যুগোপযোগী করিয়া পেটেন্ট সংক্রান্ত বিষয়ের উপর পৃথকভাবে আইন প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু Patents And Designs Act, 1911 (Act No. II of 1911) এর পেটেন্ট সংক্রান্ত বিধানসমূহ রহিতক্রমে যুগোপযোগী করিয়া পেটেন্ট সংক্রান্ত বিষয়ের উপর পৃথকভাবে আইন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৫। পেটেন্ট সুরক্ষাবহির্ভূত বিষয়াদি
৮। পেটেন্ট আবেদনের অন্যান্য শর্তাবলি
৯। উদ্ভাবনের ঐক্য ও আবেদন সংশোধন
১২। বিদেশি পেটেন্ট আবেদনের দলিলাদি সংক্রান্ত তথ্য
১৩। পেটেন্ট আবেদন দাখিলের তারিখ
১৫। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট পেটেন্ট আবেদন
১৮। পেটেন্ট মঞ্জুর, প্রত্যাখ্যান ও পরিবর্তন
১৯। পেটেন্টের মাধ্যমে অর্পিত অধিকারসমূহ
২০। পেটেন্টের মেয়াদ, বার্ষিক ফি, পেটেন্ট পুনরুদ্ধার, ইত্যাদি
২২। জেনেটেক রিসোর্স এর অবৈধ ব্যবহারের ক্ষেত্রে পেটেন্ট হস্তান্তর
২৫। মালিকানা পরিবর্তন বা স্বত্বনিয়োগ, লাইসেন্স চুক্তি, ইত্যাদি
২৬। প্রশাসনিক আদেশের বিরুদ্ধে আপিল, ইত্যাদি
২৯। উপযুক্ত আদালত, আপিল, ইত্যাদি।
৩০। ত্রুটি সংশোধন ও সময় বৃদ্ধি
৩২। ইউটিলিটি মডেল পেটেন্ট সম্পর্কিত
৩৩। নিবন্ধন বহি ও ওয়েবসাইটে প্রকাশনা
৩৫। পেটেন্ট প্রতিনিধি নিবন্ধন বহি
৩৬। স্বাস্থ্যখাতে বাধ্যতামূলক লাইসেন্স সংক্রান্ত বিশেষ বিধান
৩৭। পেটেন্টকৃত পণ্যের সমামত্মরাল আমদানি (parallel importation)।
৩৯। পেটেন্ট সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি প্রয়োগ
বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ |