প্রিন্ট ভিউ

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

তৃতীয় অধ্যায়

বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি

বয়লার পরিচালনা লাইসেন্স

৯। () বয়লার পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যতীত কোন ব্যক্তি বয়লার পরিচালনা করিতে পারিবেন না।

 

() বয়লার পরিচালনা লাইসেন্স প্রাপ্তির জন্য প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন দাখিল করিতে হইবে।

 

() সরকার বয়লারের লাইসেন্স প্রদান বিষয়ে একটি পরীক্ষক কমিটি গঠন করিবে এবং উক্ত কমিটি পরীক্ষা গ্রহণপূর্বক লাইসেন্স প্রদানের জন্য সুপারিশ প্রদান করিবে।

 

() পরীক্ষক কমিটির গঠন, কার্যপরিধি, সম্মানি অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

 

() উপ-ধারা () এর অধীন সুপারিশ প্রাপ্তির পর প্রধান বয়লার পরিদর্শক বয়লার পরিচালনা লাইসেন্স প্রদান করিবেন।

 

() বয়লার পরিচালনা লাইসেন্সের মেয়াদ হইবে (পাঁচ) বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে।

 

() বয়লার পরিচালনা লাইসেন্স গ্রহণের জন্য উহার শ্রেণি অনুযায়ী যোগ্যতা, পরীক্ষা, ফি এবং লাইসেন্স প্রদানের জন্য অনুসরণীয় পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

 

বয়লার পরিচালনা লাইসেন্স নবায়ন

১০। () বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন দাখিল করিতে হইবে।

 

() উপ-ধারা () বর্ণিত আবেদনের সহিত ফি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করিতে হইবে।

 

() বিধি দ্বারা নির্ধারিত কারণ পদ্ধতিতে বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের আবেদন নামঞ্জুর বা প্রত্যাখ্যান করা যাইবে।

 

() এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, ধারা ১২ এর উপ-ধারা () এর অধীন গ্রেড- এবং গ্রেড- লাইসেন্সধারী হিসাবে গণ্যকৃত ব্যক্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল গণ্যে তাহার পরিচালনা লাইসেন্স নবায়ন করা যাইবে।

 

() বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য আবেদন দাখিলের পদ্ধতি, ফি, নবায়ন প্রক্রিয়া অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল

১১। () প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করিতে পারিবেন, যথা :-

 

(মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে বয়লার পরিচালনা লাইসেন্স গ্রহণ করা হইলে;

 

(লাইসেন্সধারী ব্যক্তির দায়িত্বে অবহেলার কারণে বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা দুর্ঘটনা ঘটিলে;

 

(লাইসেন্সধারী ব্যক্তি শারীরিক মানসিক অক্ষমতার কারণে বয়লার পরিচালনায় অপারগ হইলে; বা

 

(বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে।

 

() উপ-ধারা () যাহা কিছুই থাকুক না কেন, বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করিবার পূর্বে লাইসেন্সধারী ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে।

 

() উপ-ধারা () এর অধীন বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করা হইলে লাইসেন্সধারী ব্যক্তিকে লিখিতভাবে উহার কারণ অবহিত করিতে হইবে।

 

() বয়লার পরিচালনা লাইসেন্স বাতিলের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

বয়লার পরিচালনা লাইসেন্সের শ্রেণি

১২। () এই আইনের অধীন বয়লার পরিচালনা লাইসেন্স (তিন) শ্রেণির হইবে, যথা :-

 

(গ্রেড-: যে কোনো ধারণ ক্ষমতার একক বা সংযুক্ত বয়লার পরিচালনার জন্য;

 

(গ্রেড-: যে কোনো একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের সেট, যাহার তাপতল (পাঁচ) হাজার বর্গফুটের অধিক হইবে না, পরিচালনার জন্য;

 

(গ্রেড-: যে কোনো একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের সেট, যাহার তাপতল ,৫০০ (এক হাজার পাঁচশত) বর্গফুটের অধিক হইবে না, পরিচালনার জন্য।

 

() যে ক্ষেত্রে লাইসেন্সধারী ব্যক্তি একাধিক বয়লার পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন সেই ক্ষেত্রে অনুরূপ বয়লারগুলি অবশ্যই একই ব্যবহারকারীর হইতে হইবে এবং একই এলাকায় (এক) শত ফুট ব্যাসার্ধের মধ্যে অবস্থিত হইতে হইবে।

 

() বয়লার পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রথম শ্রেণি দ্বিতীয় শ্রেণির সনদ এই আইনে বর্ণিত যথাক্রমে, গ্রেড- এবং গ্রেড- লাইসেন্স হিসাবে গণ্য হইবে।

বয়লারের প্রকারভেদ

১৩। () নিম্নরূপ (তিন) প্রকার বয়লার নির্মাণ করা যাইবে, যথা :-

 

(ইলেকট্রোড বয়লার;

 

(স্মল ইন্ডাস্ট্রিয়াল বয়লার; এবং

 

(ইন্ডাস্ট্রিয়াল বয়লার।

 

() উপ-ধারা () বর্ণিত বয়লারের ধরন অনুসারে উহার ধারণ ক্ষমতা, বাষ্পচাপ আয়ুষ্কাল বিধি দ্বারা নির্ধারিত হইবে।

বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ও ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানের তালিকাভুক্তি

১৪। () বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানকে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের তালিকাভুক্ত হইতে হইবে।

 

() প্রধান বয়লার পরিদর্শক, বোর্ডের অনুমোদনক্রমে, উপ-ধারা () বর্ণিত প্রতিষ্ঠানসমূহ তালিকাভুক্ত করিবেন।

 

() তালিকাভুক্তির যোগ্যতা, পদ্ধতি ফি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

 

() উপ-ধারা () বর্ণিত তালিকা, সময় সময়, হালনাগাদপূর্বক সংরক্ষণ প্রকাশ করিতে হইবে।

 

() প্রধান বয়লার পরিদর্শক নির্মাণকালীন যে কোনো বয়লার পরিদর্শন প্রত্যয়ন করিতে পারিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs