প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
[ ১৩ এপ্রিল, ২০২২ ]
ষষ্ঠ অধ্যায়
অপরাধ ও দণ্ড
৪৭। ফৌজদারি কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতীত, কোনো আদালত, এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করিবে না।