বাণিজ্য সংগঠন আইন, ২০২২

( ২০২২ সনের ০৯ নং আইন )

ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসহ দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে বাণিজ্য সংগঠনসমূহের ভূমিকা, কার্যক্রম, শৃঙ্খলা ও দায়বদ্ধতা সুসংহতকরণকল্পে
Trade Organisations Ordinance, 1961 রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসহ দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে বাণিজ্য সংগঠনসমূহের ভূমিকা, কার্যক্রম, শৃঙ্খলা ও দায়বদ্ধতা সুসংহতকরণ এবং সময়ের চাহিদা পূরণকল্পে Trade Organisations Ordinance, 1961 (Ordinance No. XLV of 1961) রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বাণিজ্য সংগঠনের লাইসেন্স

৪। বাণিজ্য সংগঠনের নিবন্ধন

৫। লাইসেন্স ও অব্যাহতি বাতিল

৬। সুপ্ত বাণিজ্য সংগঠন

৭। নিবন্ধন বাতিলকরণ

৮। বাণিজ্য সংগঠনসমূহের একত্রীকরণ

৯। বাণিজ্য সংগঠনের নাম পরিবর্তন বা সংশোধন

১০। বাণিজ্য সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠন বা কোম্পানি কর্তৃক কতিপয় শব্দ ব্যবহার নিষিদ্ধকরণ

১১। বাণিজ্য সংগঠনের শ্রেণিবিন্যাস ও চাঁদার হার নির্ধারণ

১২। বাণিজ্য সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি

১৩। বাণিজ্য সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন, সংযোজন, পরিবর্তন ও রহিতকরণ, ইত্যাদি

১৪। বাণিজ্য সংগঠনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতায় অতিরিক্ত সময় মঞ্জুর

১৫। মহাপরিচালক নিয়োগ এবং তাহার ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য

১৬। ফেডারেশন ও অন্যান্য বাণিজ্য সংগঠনের নির্বাচন ও সদস্যপদ সংক্রান্ত বিশেষ বিধান

১৭। নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদ বাতিল ও প্রশাসক নিয়োগ

১৮। প্রশাসকের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য

১৯। ‘জয়েন্ট ট্রেড ওয়ার্কিং কমিটি’ বা ‘জেটিডব্লিউসি’ গঠন ও উহার কার্যাবলি

২০। বাণিজ্য সংগঠনের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সীমাবদ্ধতা

২১। বাণিজ্য সংগঠনের বাধ্যতামূলক সদস্যপদ

২২। সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ

২৩। পদে অধিষ্ঠিত হইবার ক্ষেত্রে বিধি-নিষেধ

২৪। আপিল

২৫। ক্ষমতা অর্পণ

২৬। সরকার কর্তৃক মহাপরিচালকের কার্য সম্পাদন

২৭। অপরাধ ও দণ্ড

২৮। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

২৯। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

৩০। বিধি প্রণয়নের ক্ষমতা

৩১। অসুবিধা দূরীকরণ

৩২। রহিতকরণ ও হেফাজত

৩৩। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

গেজেটেড অনুলিপি

বাণিজ্য সংগঠন আইন, ২০২২