প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২২

( ২০২২ সনের ১৩ নং আইন )

পঞ্চম অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর সংশোধন

Ordinance No. XXXVI of 1984 এর section 82C এর সংশোধন

৩৭।  উক্ত Ordinance এর section 82C এর sub-section (2) এর-

(ক) clause (b)-

(অ) তে উল্লিখিত “13A” সংখ্যা ও বর্ণ এর পরিবর্তে “14” সংখ্যা সন্নিবেশিত হইবে;

(আ)  উল্লিখিত “52O,” সংখ্যা, বর্ণ ও কমার পর “52Q” সংখ্যা, বর্ণ ও কমা সন্নিবেশিত হইবে;

(ই)  উল্লিখিত “53BBBB,” সংখ্যা, বর্ণ ও কমা বিলুপ্ত হইবে;

(ঈ)  উল্লিখিত “53P” সংখ্যা ও বর্ণের পর “, 53Q, 53R” সংখ্যা, বর্ণ ও কমা সন্নিবেশিত হইবে;

(উ) এর proviso এর paragraph (ii) এর “toilet waters,” শব্দগুলি ও কমার পর “beverage concentrate,” শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে;

(খ) clause (d) এর proviso তে প্রদত্ত Table এর Serial No. 4 এর ২ নং কলামে উল্লিখিত “section 53F(1)(c) and (2)” শব্দগুলি, বর্ণ, সংখ্যা ও চিহ্নের পরিবর্তে “Serial No. 3 and 4 of the Table of section 53F(1)” শব্দগুলি, বর্ণ, সংখ্যা ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs