প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২২

( ২০২২ সনের ১৩ নং আইন )

পঞ্চম অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর সংশোধন

Ordinance No. XXXVI of 1984 এর section 143 এর সংশোধন

৪৬। উক্ত Ordinance এর section 143 এর sub-section (2) এর clause (b) এর প্রান্তঃস্থিত ফুলস্টপ এর পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ clause (c) সংযোজিত হইবে, যথা:-

“(c) who is responsible for supplying gas, electricity, water or any other services to disconnect or discontinue such supply within twenty one days from the date of receipt of such notice.”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs