প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
৬৬। উক্ত আইনের ধারা ৪৯ এর-
(ক) উপ-ধারা (২) এর প্রান্তঃস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্ত সংযোজিত হইবে; যথা:-
“তবে শর্ত থাকে যে, সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে অনিবন্ধিত বা তালিকাভুক্ত নহে এইরূপ ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে প্রযোজ্য মূসক পরিশোধে তিনি দায়ী থাকিবেন।”; এবং
(খ) উপ-ধারা (৫) এ উল্লিখিত “উপস্থাপন সাপেক্ষে” শব্দগুলির পর “মূল্য সংযোজন কর এই ক্ষেত্রে প্রযোজ্য হইবে না বিধায়” শব্দগুলি সন্নিবেশিত হইবে।