প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
৭৫। উক্ত আইনের ধারা ৮৫ এর-
(ক) উপ-ধারা (১) এর সারণীর কলাম (১) এর-
(অ) ক্রমিক নং (চ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “১০ (দশ)” সংখ্যা, চিহ্ন ও শব্দের পরিবর্তে “৫ (পাঁচ)” সংখ্যা, চিহ্ন ও শব্দ প্রতিস্থাপিত হইবে;
(আ) ক্রমিক নং (ছ), (জ), (ঝ) এবং (ড) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “সমপরিমাণ” শব্দের পরিবর্তে “অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ”শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(ই) ক্রমিক নং (ঞ) এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত “, সমন্বিত কর চালানপত্র” চিহ্ন ও শব্দগুলি বিলুপ্ত হইবে;
(ঈ) ক্রমিক নং (ঢ) এর কলাম (৩) এর প্রান্তঃস্থিত “।” চিহ্ন বিলুপ্ত হইবে এবং অতঃপর নূতন ক্রমিক নং (ণ) এবং তৎবিপরীতে কলাম (২) এবং কলাম (৩) এ নিম্নরূপ এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:-
|
(ণ) |
অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়ম; |
১ (এক) লক্ষ টাকা মাত্র। |
|
(খ) উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(২ক) কোন ব্যক্তি ভুলবশত বা ভুল ব্যাখ্যার কারণে কর পরিশোধ না করিলে বা কর অনাদায়ী থাকিলে বা কর ফেরত গ্রহণ করিলে বা অধিক রেয়াত গ্রহণ করিলে বা যথাযথভাবে হ্রাসকারী/বৃদ্ধিকারী সমন্বয় না করিলে এবং পরবর্তীতে আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিরূপিত চূড়ান্ত কর সুদসহ পরিশোধ করিলে, উক্ত ক্ষেত্রে তাহার উপর কোন জরিমানা আরোপ করা যাইবে না।”; এবং
(গ) উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৪ক) কোন প্রতিষ্ঠানের কোন সরবরাহ না থাকিবার কারণে উক্ত প্রতিষ্ঠান যদি সাময়িকভাবে বন্ধ হইয়া যায় এবং প্রতি কর মেয়াদান্তে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হয় এবং নির্দিষ্ট সময় পর পুনরায় উক্ত প্রতিষ্ঠান চালু হয়, সেই ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ এবং পুনরায় চালু হইবার মধ্যবর্তী কর মেয়াদ বা কর মেয়াদসমূহের দাখিলপত্র পেশের ব্যর্থতার জন্য উপ-ধারা (১) এর সারণীর (১) নং কলামের ক্রমিক নং (চ) এ উল্লিখিত জরিমানা আরোপ করা যাইবে না।”।