প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২২

( ২০২২ সনের ১৩ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের প্রথম তফসিলের সংশোধন

৮১। উক্ত আইনের প্রথম তফসিল এর-

 

(ক) প্রথম খন্ড এর দফা (২) এর টেবিলের কলাম (১) এ উল্লিখিত-

 

(অ) শিরোনামা সংখ্যা ০৩.০৫ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড “০৩০৫.১০.৯০” বিলুপ্ত হইবে;

 

(আ) শিরোনামা সংখ্যা ০৩.০৭ এর বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর, যথাক্রমে নিম্নরূপ নূতন শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:-

 

“০৩.০৯

০৩০৯.১০.৯০

মানুষের ভোগের জন্য মাছের গুঁড়া (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)”;

(ই) শিরোনামা সংখ্যা ০৪.১০ এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“০৪.১০

০৪১০.১০.৯০

০৪১০.৯০.৯০

 

অন্যত্র অন্তর্ভুক্ত বা বর্ণিত হয় নাই পশু হইতে উদ্ভুত এইরূপ ভোজ্য সামগ্রী (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)”;

(ঈ) শিরোনামা সংখ্যা ২৫.০৮ এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“২৫.০৮

২৫০৮.৪০.৯০

মাটি”;

 

(খ) দ্বিতীয় খন্ডের-

(অ) অনুচ্ছেদ ২ এর দফা (ঞ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ দফা (ট) সংযোজিত হইবে, যথা:-

“(ট)

দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পড়ার উপকরণ ব্রেইল মুদ্রণ।”; এবং

 

(আ) অনুচ্ছেদ ৫ এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ক) যাত্রী পরিবহন সেবা (শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল বাস, শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল নৌযান, শীতাতপ নিয়ন্ত্রিত/ তাপানুকূল ও প্রথম শ্রেণীর নন-এসি রেলওয়ে সার্ভিস, যানবাহন ভাড়া প্রদানকারী ব্যতীত);”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs