জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২‌

( ২০২২ সনের ১৫ নং আইন )

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ রহিতক্রমে পরিমার্জনপূর্বক যুগোপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু 1[জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন এবং বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সহযোগী, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধের সহযোগী পরিবারের] সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে বিধান করা প্রয়োজন; এবং

যেহেতু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সনের ৮ নং আইন) রহিতক্রমে পরিমার্জনপূর্বক যুগোপযোগী করিয়া উহা নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কাউন্সিল প্রতিষ্ঠা

৪। কাউন্সিলের কার্যালয়

৫। কাউন্সিলের গঠন

৬। কাউন্সিলের কার্যাবলি

৭। কাউন্সিলের সভা

৮। কাউন্সিলের নির্বাহী ক্ষমতা

৯। উপদেষ্টা পরিষদ

১০। উপদেষ্টা পরিষদের কার্যাবলি

১১। উপদেষ্টা পরিষদের সভা

১২। কমিটি

১৩। [মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী সংশ্লিষ্ট] সংগঠনের নিবন্ধন

১৪। পরিদর্শন, ইত্যাদির ক্ষমতা

১৫। [মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী সংশ্লিষ্ট] সংগঠনের নিবন্ধন স্থগিতকরণ

১৬। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন বাতিল

১৭। আপিল

১৮। মহাপরিচালক

১৯। কর্মচারী নিয়োগ

২০। ক্ষমতা অর্পণ

২১। কাউন্সিলের তহবিল

২২। বাজেট

২৩। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২৪। বাৎসরিক প্রতিবেদন

২৫। ঋণ গ্রহণ

২৬। চুক্তি

২৭। বিধি প্রণয়নের ক্ষমতা

২৮। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৯। বিশেষ বিধান

৩০। অসুবিধা দূরীকরণ

৩১। রহিতকরণ ও হেফাজত

৩২। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ