Public Debt Act, 1944 রহিতপূর্বক উহা সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু Public Debt Act, 1944 (Act No. XVIII of 1944) রহিতপূর্বক উহা সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৫। রাষ্ট্রীয় গ্যারান্টি ও কাউন্টার গ্যারান্টি
৭। সরকারি সিকিউরিটির ডিপোজিটরি স্থাপন
৮। স্পেশাল পারপাস ভেহিকল ও ট্রাস্টি গঠন
১০। সরকারি সিকিউরিটি হস্তান্তরে দায়বদ্ধতা
১১। সরকারি কার্যালয়কে ধারক হইবার অনুমতি প্রদান, ইত্যাদি
১২। সরকারি সিকিউরিটির ধারক প্রতিষ্ঠান দেউলিয়া হইলে বা প্রতিষ্ঠানের অবসায়ন ঘটিলে প্রযোজ্য বিধান
১৪। ধারক মৃত্যুবরণ করিলে প্রযোজ্য বিধান
১৬। মৃত ধারকের জন্য প্রযোজ্য সংক্ষিপ্ত প্রক্রিয়া
১৭। ধারক কর্তৃক নমিনি মনোনয়ন প্রদান
১৯। নাবালক অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ধারক হইলে প্রযোজ্য বিধান
২০। সরকারি সিকিউরিটির রূপান্তর, পুনর্গঠন, বিভাজন ও পুনঃইস্যু
২২। সরকারি সিকিউরিটির ক্ষেত্রে প্রযোজ্য আইন
২৪। সরকারি সিকিউরিটির অর্থ প্রদান এবং হস্তান্তর স্থগিতকরণ
২৫। বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুচলেকা (bond) গ্রহণের ক্ষমতা
২৬। নোটিশ সরকারি গেজেটে প্রকাশ
২৯। আদালতের আদেশে কার্যক্রম স্থগিতকরণ
৩১। সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের সুদ বা মুনাফার দায়মুক্ততা
৩৩। সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের সুদ বা মুনাফার তামাদি হিসাব
৩৭। বিধি, আদেশ, নির্দেশনা, গাইডলাইন, পরিপত্র জারির ক্ষমতা
৩৮। Act No. X of 1920 এর অপ্রযোজ্যতা
৩৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
সরকারি ঋণ আইন, ২০২২ |