অংশ ৬
অব্যাহতি, বাদ ও কর অবকাশ
প্রথম অধ্যায়
অব্যাহতি, হ্রাস ও বাদ
৭৬। কর অব্যাহতি
৭৭। মোট আয় হইতে বাদ
৭৮। কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত
৭৯। সমবায় সমিতির কতিপয় আয়ের অব্যাহতি
দ্বিতীয় অধ্যায়
গড়করণ
৮০। গড়করণ
তৃতীয় অধ্যায়
কর অবকাশ
৮১। অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তার আয়
৮২। বোর্ড কর্তৃক কর অবকাশপ্রাপ্ত সত্তা অনুমোদন
৮৩। সহযোগী সত্তার সহিত লেনদেন
৮৪। অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তার আয় পরিগণনা
৮৫। কর ছাড় বাতিল বা অননুমোদন