প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
ব্যবসা হইতে আয়
৪৭। নিম্নবর্ণিত সারণির কলাম (২) এ উল্লিখিত ব্যবসায়ের মুনাফা সারণির কলাম (৩) এ বর্ণিত তফসিলের বিধান অনুসারে পরিগণনা করা হইবে, যথা:-
সারণি
ক্রমিক নং |
ব্যবসা |
তফসিল |
(১) |
(২) |
(৩) |
১। |
বিমা ব্যবসা |
চতুর্থ তফসিল |
২। |
প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল বা অন্যান্য খনিজ উত্তোলন ও অনুসন্ধান |
পঞ্চম তফসিল |