প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
প্রথম অধ্যায়
নিবাসী হইতে কর কর্তন
১০৬। সরকারি সিকিউরিটিজ অথবা সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ ইস্যুর দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ডিসকাউন্ট, সুদ বা মুনাফা পরিশোধ বা ক্রেডিটকালে, যাহা আগে ঘটে, 1[নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন, যথা:-
সারণী
|
ক্রমিক নং |
প্রাপকের ধরন |
কর কর্তনের হার |
|
(১)
|
(২) |
(৩) |
|
১। |
কোম্পানি করদাতার ক্ষেত্রে |
১৫% (পনেরো শতাংশ) |
|
২। |
কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে |
১০% (দশ শতাংশ) |
]।