প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
উৎসে কর সংগ্রহ
১৩৮। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়, যথা:-
1[সারণী
ক্রমিক নং |
গাড়ির ধরন |
অগ্রিম কর (টাকা) |
(১) |
(২) |
(৩) |
১। |
৫২ আসনের অধিক আসন বিশিষ্ট বাস |
২৫ (পঁচিশ) হাজার |
২।
|
৫২ আসনের অধিক আসন নহে এইরূপ বাস |
২০ (বিশ) হাজার
|
৩। |
শীতাতপ নিয়ন্ত্রিত বাস |
৫০ (পঞ্চাশ) হাজার |
৪। |
ডাবল ডেকার বাস |
২৫ (পঁচিশ) হাজার |
৫। |
শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার |
২৫ (পঁচিশ) হাজার |
৬। |
শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ মিনিবাস/কোস্টার |
১২ (বার) হাজার ৫০০ (পাঁচশত) |
৭। |
প্রাইম মুভার |
৩৫ (পঁয়ত্রিশ) হাজার |
৮।
|
৫ (পাঁচ) টনের অধিক পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি |
৩০ (ত্রিশ) হাজার
|
৯। |
১.৫ (দেড়) টনের অধিক, তবে ৫ (পাঁচ) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি |
১৫ (পনেরো) হাজার
|
১০।
|
১.৫ (দেড়) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি |
৭ (সাত) হাজার ৫০০ (পাঁচশত)
|
১১।
|
পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটো রিক্সা |
৭ (সাত) হাজার ৫০০ (পাঁচশত) |
১২।
|
শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব
|
১৫ (পনেরো) হাজার |
১৩।
|
শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ ট্যাক্সিক্যাব |
৭ (সাত) হাজার ৫০০ (পাঁচশত) |
(২) যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা বৎসরগুলোর ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।
(৩) যেইক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি উপ-ধারা (২) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হইবে, যেখানে-
ক = পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ, এবং
খ = পরিশোধের বৎসরে উপ-ধারা (১) অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ।
2[(৪) উপ-ধারা (১) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-
(ক) সরকার;
(খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম;
(গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ;
(ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ;
(ঙ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ; বা
(চ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।]