প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
[ ২২ জুন, ২০২৩ ]
অংশ ১৫
কর পরিহার রোধ
দ্বিতীয় অধ্যায়
ট্রান্সফার প্রাইসিং
২৩৮। আন্তর্জাতিক লেনদেন রহিয়াছে এইরূপ প্রত্যেক ব্যক্তি রিটার্নের সহিত বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে একটি আন্তর্জাতিক লেনদেন সম্পর্কিত বিবরণী দাখিল করিবেন।