প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২৩

( ২০২৩ সনের ১৪ নং আইন )

চতুর্থ অধ্যায়

ভ্রমণ কর আইন, ২০০৩ (২০০৩ সনের ৫ নং আইন) এর সংশোধন

২০০৩ সনের ৫ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম ও প্রস্তাবনার সংশোধন

১০। ভ্রমণ কর আইন, ২০০৩ (২০০৩ সনের ৫ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনাম ও প্রস্তাবনায় উল্লিখিত “বাংলাদেশ হইতে” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণ অথবা বাংলাদেশ হইতে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs