প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২৩

( ২০২৩ সনের ১৪ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

১৫। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (১৮ক) এর উপ-দফা (ঘ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (ঘ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ঘ) যানবাহন ক্রয়, ভাড়া ও লিজ গ্রহণ;”;

(খ) দফা (২০) এ উল্লিখিত “মূল্য সংযোজন কর” শব্দগুলির পরিবর্তে “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (২৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৯) প্রতিস্থাপিত হইবে, যথা :-

“(২৯) “কর ভগ্নাংশ” অর্থ নিম্নবর্ণিত ভগ্নাংশ,

যথা : R/১০০+ R

যেইক্ষেত্রে, R অর্থ ধারা ১৫ (৩) এ উল্লিখিত মূসক হার;”;

(ঘ) দফা (৬৩) এর উপ-দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দটি বিলুপ্ত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন উপ-দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:-

(জজ) কোন ব্যক্তি কর্তৃক নিযুক্ত মূসক পরামর্শক; বা”; এবং

(ঙ) দফা (৮২) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৮২) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৮২) “রপ্তানি” অর্থ বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমার বাহিরে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোন সরবরাহ এবং প্রচ্ছন্ন রপ্তানিও উহার অন্তর্ভুক্ত হইবে;”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs