প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
১৮। উক্ত আইনের ধারা ৪৭ উপ-ধারা (৩) এ উল্লিখিত “T হইল কোন কর মেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত সকল করযোগ্য সরবরাহের মূল্য;” অক্ষর, শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে “T হইল কোন কর মেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ধারা ৪৬ এর অধীনে উপকরণ কর রেয়াত প্রাপ্ত হয় এইরূপ সকল সরবরাহের মূল্য;” অক্ষর, শব্দগুলি, সংখ্যা ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে।