প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
২২। উক্ত আইনের ধারা ৮৬ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর সারণীর পরিবর্তে নিম্নরূপ সারণী প্রতিস্থাপিত হইবে, যথা:-
“সারণী
ক্রমিক নং |
কর্মকর্তা |
ক্ষমতা |
(১) |
(২) |
(৩) |
(ক) |
কমিশনার |
পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ১ (এক) কোটি টাকার অধিক হইলে; |
(খ) |
অতিরিক্ত কমিশনার |
পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১ (এক) কোটি টাকা হইলে; |
(গ) |
যুগ্ম কমিশনার |
পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা হইলে; |
(ঘ) |
উপ-কমিশনার |
পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হইলে; |
(ঙ) |
সহকারী কমিশনার |
পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা হইলে; |
(চ) |
রাজস্ব কর্মকর্তা |
পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হইলে: |