প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে Khulna Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXV of 1976), Rajshahi Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXX of 1976), Dhaka Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXXI of 1976), Chittagong Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXXIX of 1976), Chittagong District Development Board Ordinance, 1982 (Ordinance No. XLVI of 1982), Comilla, Noakhali and Sylhet Districts Development Board Ordinance, 1982 (Ordinance No. XLVII of 1982) এবং Development Board Laws (Repeal) Ordinance, 1986 (Ordinance No. XLVI of 1986), অতঃপর উক্ত অধ্যাদেশসমূহ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উক্ত অধ্যাদেশসমূহ রহিত হইবার পরিপ্রেক্ষিতে,—–
(ক) Khulna Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXV of 1976), Rajshahi Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXX of 1976), Dhaka Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXXI of 1976), Chittagong Division Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXXIX of 1976), Chittagong District Development Board Ordinance, 1982 (Ordinance No. XLVI of 1982 ) এবং Comilla, Noakhali and Sylhet Districts Development Board Ordinance, 1982 (Ordinance No. XLVII of 1982) এর অধীন প্রতিষ্ঠিত উন্নয়ন বোর্ডসমূহ, অতঃপর উক্ত বোর্ডসমূহ বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;
(খ) উক্ত বোর্ডসমূহের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি, যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, সকল প্রকল্প ও কর্মসূচি এবং উক্ত সম্পত্তি, প্রকল্প ও কর্মসূচি হইতে উদ্ভূত যাবতীয় স্বার্থ ও অধিকার সরকারের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে:
(গ) উক্ত বোর্ডসমূহ বিলুপ্তির অব্যবহিত পূর্বে বিদ্যমান যে-কোনো প্রকারের ঋণ, দায় ও দায়িত্ব সরকারের ঋণ, দায় ও দায়িত্ব বলিয়া গণ্য হইবে;
(ঘ) উক্ত বোর্ডসমূহের অধীন যে-কোনো সম্পত্তি, প্রকল্প ও কর্মসূচি-সংশ্লিষ্ট বিষয়ে বোর্ডসমূহ কর্তৃক বা উহাদের বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা বা গৃহীত আইনগত কার্যধারা সরকার কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে এবং যথানিয়মে পরিচালিত হইবে;
(ঙ) কোনো চুক্তি বা অঙ্গিকারনামা বা চাকরির শর্তাবলিতে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত বোর্ডসমূহের অধীন চাকরিরত সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরি, সরকারের নির্দেশ অনুযায়ী ও নির্ধারিত শর্তাধীনে সরকারের বা অপর কোনো স্থানীয় সরকারের যে-কোনো পদে আত্মীকৃত হইবে; এবং
(চ) দফা (ঙ)- এর আওতায় যে সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরি আত্মীকৃত হইয়াছে, যদি চাকরির উক্তরূপ শর্তাবলি কোনো কর্মকর্তা ও কর্মচারীর নিকট গ্রহণযোগ্য না হয়, তাহা হইলে সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাদিসহ লিখিত নোটিশ প্রদান-সাপেক্ষে তাহাকে চাকরি হইতে অব্যাহতি প্রদান করা যাইবে।